ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা ‘খ’ সার্কেলের তত্ত্বাবধানে।
অভিযানে চান্দিনা পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদের সামনের এলাকায় গাঁজা সেবনের অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯(১) এর দফা (গ) অনুযায়ী তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এরপর বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দ্বিতীয় দফা অভিযানে নিউ একতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে কুমিল্লা থেকে হোমনাগামী পথে থাকা মোঃ রোমান (৩৬) নামের এক যাত্রীর দখল থেকে দুইটি পলি জিপারে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে অংশগ্রহণকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা।
চান্দিনা উপজেলায় সম্প্রতি মাদকবিরোধী অভিযানের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।