ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের অভিযোগে এক অনুমোদনহীন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে চান্দিনা পৌরসভার ছায়কট এলাকায় অবস্থিত মোতালেব চানাচুর নামের একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর।
অভিযানে গিয়ে দেখা যায়, কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার, পণ্যের গায়ে ভুয়া মেয়াদোত্তীর্ণ সিল বসানো এবং বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এ কারণে কারখানার মালিক মোস্তফা কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় ভোক্তারা জানান, চান্দিনাসহ আশপাশের এলাকায় এই চানাচুর ব্যাপকভাবে বিক্রি হতো। তবে অভিযানের পর তারা আশ্বস্ত হয়েছেন যে, অন্তত অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন বন্ধ হবে।