ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রামমোহন বাংলাবাজার এলাকায় এক বেকু চালকের (এক্সকাভেটর অপারেটর) রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনিবার (১১অক্টোবর) দিবারাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম হৃদয় (২৫)। তিনি পাবনা জেলার বাসিন্দা এবং দেবিদ্বার উপজেলার ছেফারা গ্রামের সুমনের মালিকানাধীন বেকু চালক হিসেবে কাজ করতেন। বর্তমানে বেকুটি চান্দিনা উপজেলার রামমোহন বাংলাবাজার এলাকার মিজানুর রহমান ভাড়ায় নিয়ে মাটি কাটার কাজ করছিলেন।
বেকু চালানোর সুবিধার্থে মিজানুর রহমান স্থানীয় একটি দোকানঘরে হৃদয়ের থাকার ব্যবস্থা করেন।
শনিবার রাতে হৃদয়ের মা একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে না পেরে রবিবার সকালে বেকুর মালিক সুমনকে বিষয়টি জানান। পরে সুমন নিজেও হৃদয়ের ফোনে বারবার চেষ্টা করেও সাড়া না পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে আসেন। ঘরের দরজা বন্ধ থাকায় পাশের দোকান থেকে বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেন,হৃদয় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।
খবর পেয়ে স্থানীয়রা চান্দিনা থানা পুলিশকে অবহিত করলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চান্দিনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান বলেন,
এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।
এদিকে, স্থানীয়দের দাবি মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। কেউ কেউ একে আত্মহত্যা মনে করলেও অনেকেই ধারণা করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পুলিশের তদন্তেই মৃত্যুর সঠিক কারণ উদঘাটন হবে বলে মনে করছেন এলাকাবাসী