1. live@www.dainikbhorercomilla.com : দৈনিক ভোরের কুমিল্লা : দৈনিক ভোরের কুমিল্লা
  2. info@www.dainikbhorercomilla.com : দৈনিক ভোরের কুমিল্লা :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দাউদকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক চান্দিনায় টাইফয়েড জ্বর টিকাদান কর্মসূচির উদ্বোধন চান্দিনায় বেকু চালকের রহস্যজনক মৃত্যু চান্দিনা পৌর ভবনের ৪০ লাখ টাকার উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ মাদক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক চান্দিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইজখার ইউনিয়নের ১নং ওয়ার্ড সম্মেলন সম্পন্ন দেবীদ্বারে আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মোবাইল- ক্যামেরা ছিনতাই, ১২ জন আহত কুমিল্লায় ৮০০ পিস ইয়াবাসহ টেকনাফের এক ব্যক্তি গ্রেপ্তার চান্দিনায় এনসিপির নিবন্ধন উপলক্ষে দোয়া মাহফিল চান্দিনায় রাজকালীবাড়ি মন্দিরে জিওসি ৩৩ পদাতিক ডিভিশনের আগমন

চান্দিনায় টাইফয়েড জ্বর টিকাদান কর্মসূচির উদ্বোধন

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
Oplus_0

 

ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার

কুমিল্লার চান্দিনা উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড জ্বর প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে চান্দিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। সরকারের জাতীয় ইপিআই (Expanded Programme on Immunization) কার্যক্রমের অংশ হিসেবে এই টিকা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী দিনে চান্দিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ৪+ প্রাক-প্রাথমিক, ৫+ প্রাক-প্রাথমিক এবং প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১,২৫২ জন শিক্ষার্থীকে টাইফয়েড জ্বর প্রতিরোধী টিকা দেওয়া হয়। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্বাস্থ্যকর্মীদের উৎসাহ-উদ্দীপনায় ভরপুর পরিবেশ। টিকাদান কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও বিদ্যালয় কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএসও) ডা. আরিফুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতিহা বিনতে বশির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. সুবল চন্দ্র দেবনাথ এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ মহিউদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোহাম্মদ আশরাফুল হক বলেন,শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকাদানের কোনো বিকল্প নেই। টাইফয়েডসহ নানা সংক্রামক রোগ থেকে আমাদের শিশুদের সুরক্ষা দিতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সরকারের এই কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএসও) ডা. আরিফুর রহমান জানান, চান্দিনা উপজেলায় ধাপে ধাপে সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হবে। তিনি বলেন,টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। নিয়মিত টিকাদানের মাধ্যমে আমরা চাই শিশুরা যেন এ রোগে আক্রান্ত না হয়। অভিভাবকদেরও সচেতন থাকতে হবে যেন তাদের সন্তানরা টিকা গ্রহণে পিছিয়ে না থাকে।

চান্দিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছারুজ্জামান বলেন,
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিকা গ্রহণে ব্যাপক সাড়া পাওয়া গেছে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় কার্যক্রমটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।আমরা আশা করছি, সরকারের এই টিকাদান কর্মসূচি চান্দিনায় টাইফয়েড জ্বরের প্রকোপ অনেকটাই কমিয়ে আনবে।

বিদ্যালয় প্রাঙ্গণে টিকাদান শেষে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়। অনেক অভিভাবক জানান, এমন উদ্যোগে তারা স্বস্তি বোধ করছেন, কারণ তাদের সন্তানরা এখন টাইফয়েডের মতো ঝুঁকিপূর্ণ রোগ থেকে সুরক্ষিত থাকবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চান্দিনার প্রতিটি বিদ্যালয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই টিকাদান কার্যক্রম চলবে। জনসচেতনতা বৃদ্ধি ও শিশুস্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি অব্যাহত থাকবে।

সরকারের এই মহৎ উদ্যোগের ফলে চান্দিনা উপজেলায় শিশুরা আরও নিরাপদ, স্বাস্থ্যবান ও রোগমুক্ত ভবিষ্যতের পথে অগ্রসর হবে এমনটাই আশা স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট