ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন প্রাপ্ত হওয়ায় আনন্দ প্রকাশের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (০১অক্টোবর) বিকেলে চান্দিনা উপজেলার মসজিদগুলোতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা এনসিপির সদস্য গাজী আলাউদ্দিন, চান্দিনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি,বাগছাস ও যুব শক্তির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের যাত্রা শুরু করেছে। এখন থেকে সংগঠনের নেতাকর্মীরা জনগণের কল্যাণে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা আরও বলেন, দেশের উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি সর্বদা সক্রিয় থাকবে।
এ সময় কুমিল্লা জেলা ও চান্দিনা উপজেলার নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি তারা নিবন্ধন প্রাপ্তির জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় মুসল্লিরাও এ আয়োজনে অংশ নেন এবং এনসিপির অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক : ইয়াছিন আরাফাত, মোবাইল : ০১৭৯৫-৬২৬২৪০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত