ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় আবারও অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামও ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের কৃষি মাঠে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর।
অভিযানে স্থানীয়ভাবে কৃষিজমির ভেতর অবৈধ ড্রেজার বসিয়ে বালু ও মাটি উত্তোলন করতে দেখা যায়। এসময় পরচঙ্গা গ্রামের মীর কাশেমের ছেলে ময়নাল হোসেন ও লোকমান হোসেনের ছেলে মো. নাহিদকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ২ হাজার ফুট পাইপ ও ৩টি ড্রেজার মেশিন ভেঙে ফেলা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুধু পরিবেশ ধ্বংস করে না, কৃষিজমিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষকের উৎপাদন হুমকির মুখে পড়ে। পরিবেশদূষণ ও কৃষিজমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাতের অন্ধকারে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হতো। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছিল এবং অনেক জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।