ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (নি.) মো. অহিদ উল্যাহ দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনের ইতি টেনেছেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় সহকর্মীরা তাকে দিয়েছেন রাজকীয় বিদায়। ফুলে সাজানো গাড়িতে করে প্রিয় সহকর্মীরা তাকে বাড়ি পৌঁছে দেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা থানায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
মো. অহিদ উল্যাহ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের সন্তান। ১৯৯৩ সালে তিনি কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। পরবর্তীতে ২০০৪ সালে পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে উন্নীত হন। দীর্ঘ কর্মজীবনে চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর জেলাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি চান্দিনা থানায় কর্মরত ছিলেন।
বিদায় মুহূর্তে আবেগঘন কণ্ঠে অহিদ উল্যাহ বলেন,
বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। এই ইউনিফর্ম আমার পরিচয়, মানুষের সেবা করা ছিল আমার অঙ্গীকার। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।
ওসি মোহাম্মদ জাবেদুল ইসলাম বলেন,
মো. অহিদ উল্যাহ একজন সৎ, দায়িত্বশীল ও পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। তার কর্মদক্ষতা ও সদাচরণ আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।