ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলায় বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মাধাইয়া বাজারস্থ বিএনপির পার্টি অফিস প্রাঙ্গণ থেকে এ র্যালি শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। এসময় তিনি বলেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনের অগ্রণী শক্তি। এই দলই জনগণের প্রকৃত প্রতিনিধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিচ্ছে। প্রতিষ্ঠার দীর্ঘ ৪৭ বছর ধরে বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ে নিরলস সংগ্রাম করে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজী এরশাদ ও সহ-সভাপতি মো. সেলিম। বক্তারা বলেন, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসবের দিন নয়; এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ার দিন।
র্যালিতে উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, পৌর যুবদলের আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সী, যুবদলের সদস্য সচিব মো. মোজাম্মেল হক, যুবদল নেতা ফরহাদ করিম,৫নং কেরণখাল ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক আর্মি মোঃ রফিকুল ইসলাম মুন্সীসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
র্যালি উপলক্ষে মাধাইয়া বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। হাজারো নেতাকর্মীর উপস্থিতি, দলীয় স্লোগান ও পতাকার শোভাযাত্রায় এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতারা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে চান্দিনায় আরো বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।