ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে নাওতলা সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
এতে মো. আবদুস সামাদ আড়তদারকে সভাপতি ও মো. আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে আবদুস সামাদ আড়তদার চতুর্থবারের মতো ইউনিয়ন এলডিপির সভাপতি নির্বাচিত হলেন। নতুন কমিটিতে মো. মনু মেম্বারকে সিনিয়র সহ-সভাপতি এবং হারুন অর রশিদ ও জাহাঙ্গীর আলমকে সহ-সভাপতি করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন, উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম ও উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।
সম্মেলনে সভাপতিত্ব করেন মাধাইয়া ইউনিয়ন এলডিপির সভাপতি সামাদ আড়তদার এবং সঞ্চালনা করেন চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান। এসময় বক্তব্য দেন উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাদেকুর রহমান, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক মহিলা দল সভাপতি তানজিনা আক্তার তিশা ও সাধারণ সম্পাদক মেহেরুন নেছা মিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলডিপি নেতা জহিরুল ইসলাম, মজিবুর রহমান, মামুন অর রশিদ, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, যুবদল নেতা মো. আবদুস সাত্তার, ছফিউল্লাহ, কাজী তোফায়েল আহমেদ তানিমসহ অনেকে।
প্রকাশক ও সম্পাদক : ইয়াছিন আরাফাত, মোবাইল : ০১৭৯৫-৬২৬২৪০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত