ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন—
যেসব রাজনৈতিক দলের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারাই নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে পিআর পদ্ধতির দাবি তুলছে। বাংলাদেশের জন্য এ ব্যবস্থা অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং আইনগতভাবেও অসঙ্গত।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার নাওতলা আলিম মাদরাসা মাঠে মাধাইয়া ইউনিয়ন এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রেদোয়ান আহমেদ বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পদ্ধতিতে নির্বাচনের কারণে মাত্র ১০ বছরে ছয়বার সরকার পরিবর্তন হয়েছে। এতে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। তাই এসব অবাস্তব দাবিকে বাদ দিয়ে সদ্যঘোষিত রোডম্যাপ অনুযায়ী সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধাইয়া ইউনিয়ন এলডিপির সভাপতি সামাদ আড়তদার। সঞ্চালনায় ছিলেন চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন—
চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি এ কে এম শামছুল হক মাস্টার,কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম,উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের,সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ,বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান
উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু,
মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি তানজিনা আক্তার তিশা ও সাধারণ সম্পাদক মেহেরুন নেছা মিম,রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন প্রমখ,ত্রিবার্ষিক এই সম্মেলনে বক্তারা এলডিপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।