ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের সোনাপুর দারুল উলুম মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম। পরে ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলডিপি ও সহযোগী সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
৬নং ওয়ার্ড এলডিপির সিনিয়র সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধাইয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আবদুস সামাদ আড়তদার, সিনিয়র সহ-সভাপতি মো. মনু মিয়া মেম্বার এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
এলডিপি নেতা মো. আবুল খায়েরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, এলডিপি নেতা মো. আবুল বাশার, আনিসুর রহমান, ৬নং ওয়ার্ড এলডিপির সভাপতি মো. মোবারক হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ, উপজেলা গণতান্ত্রিক যুবদল নেতা আবদুস সাত্তার, মো. ছফিউল্লাহ, ওয়ার্ড যুবদল সভাপতি মো. অলিউল্লাহ, মো. মানিক ভূঁইয়া ও হাফেজ মো. সাব্বির প্রমুখ।