ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার ৪নং মহিচাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় ঘাঁটিগড়া বাজার সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. আবু ইউসুফ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের এবং চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. দিদারুল ইসলাম রিপন এবং চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন শাহজাহান।
কর্মী সম্মেলনে বক্তারা বলেন, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।