ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার ১০নং গল্লাই ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি বলেন, “চান্দিনায় বিএনপি করা একসময় ছিল অত্যন্ত কঠিন বিষয়। আমার পিতা মরহুম খোরশেদ আলম উপজেলা বিএনপির দায়িত্ব গ্রহণ করে বারবার মামলার শিকার হয়েছেন। এখনো বিএনপির উপর নির্যাতন বন্ধ হয়নি। মাত্র কয়েকদিন আগে ৬টি মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। জোট বা সমমনা দলের নামে বিভ্রান্তি সৃষ্টি না করে আমাদের ধানের শীষকে ঘিরেই নির্বাচনমুখী হতে হবে।”
ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ মো. আলমগীর খান এবং উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের।
গল্লাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সির সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা মৎস্যজীবীদল আহ্বায়ক ফজলুল সাত্তার ও উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সিদ্দিকুর রহমান।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. সহিদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, উপজেলা মহিলাদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা শাহিদা হক শিল্লী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাইয়ুম খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিউল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক জাবের হোসেন সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মোতালেব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সজিব হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।