ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা শাখা। শনিবার (১৬ আগস্ট) বিকেলে চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৪০ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সভাপতি আবু হানিফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা নায়েবে আমীর ও কুমিল্লা-৭ চান্দিনা আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, ডা. হাসিব বিন হোসাইন এবং ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি শাকিল আদনান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকার, ছাত্রশিবির কুমিল্লা পশ্চিমের সাবেক সভাপতি আশিকুর রহমান, সানাউল্লাহ গাজী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ ও জামায়াত নেতা নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক কবির আল জাহিদ, ছাত্রশিবির চান্দিনা উপজেলার সাবেক সভাপতি মো. মহিউদ্দিন সরকার, দক্ষিণ চান্দিনার সাবেক সভাপতি মাহবুব শাকিল ফয়সাল, পশ্চিমের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, বর্তমান সভাপতি রহমত উল্লাহ শাওন, দক্ষিণের সভাপতি আবু সাঈদ পাঠানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।