ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টায় ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দলীয় এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
এর আগে ছয়ছড়িয়া বাজার এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। এসময় তিনি এলডিপিকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি একেএম সামছুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় এলডিপি নেতৃবৃন্দ—গোলাম মোস্তফা, ইমন হোসেন, সাইফুল ইসলাম, মিঠু খন্দকার, পারভেজ ভুইয়া, আলাউদ্দিন, শাহজাহান, মিজান ভুইয়া, খোরশেদ আলম, মারুফ ভুইয়া, জহিরুল ইসলাম, মাহফুজ ভুইয়া প্রমুখ।