ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের বাগমারা গ্রামে ৭ বছরের এক প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচা মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট বিকেল ৫টার দিকে সেলিমের ছেলে মেহেদী হাসান বিস্কুটের প্রলোভন দেখিয়ে ভাতিজিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তাকে হুমকি দেয়—কাউকে কিছু বললে মেরে ফেলা হবে।
সেদিন রাতেই ঘুমানোর সময় শিশুটি শরীরে ব্যথা অনুভব করে কান্নাকাটি শুরু করলে মা কারণ জানতে চান। তখন মেয়েটি বিস্তারিত জানায়। পরদিন সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক এক সপ্তাহ হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দেন।
১২ আগস্ট ভুক্তভোগীর মা চান্দিনা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষাসহ আইনি প্রক্রিয়া চলছে।”