ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
যুবদল নেতাকর্মী কর্তৃক পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে পাথর মেরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চান্দিনা উপজেলা ছাত্র জনতা।
শনিবার (১২ জুলাই)দুপুরে
ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টশনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে রাজনীতিতে চাঁদাবাজির সংস্কৃতি ও নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
চান্দিনা উপজেলার এনসিপির আহ্বায়ক আবুল কাশেম অভি বলেন স্বৈরাচারী কর্মকান্ড বাংলার বুকে আবারো ফিরে আসবে এটা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। বাংলার জমিন থেকে জুলুমকে উচ্ছেদ করতে জুলাইয়ে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। চাঁদাবাজি , হত্যা, ধর্ষণ আমরা শেখ হাসিনার সময়ই দেখেছি। আবার যদি কেউ নব্য হাসিনা ও স্বৈরাচার হয়ে উঠতে চায় ছাত্রজনতা প্রতিরোধ করবে।
কুমিল্লা উত্তর জেলার এনসিপির যুগ্ন আহ্বায়ক শরীফুজ্জামান বলেন আজকে চাঁদার দাবিতে পাথর নিক্ষেপে হত্যায় জুলাই রক্তাক্ত হয়েছে। এমন চলতে থাকলে ছাত্রসমাজ আবার জুলাই যুদ্ধ শুরু করবে। গত কয়েক মাস থেকে দেশে চাঁদাবাজি ধর্ষণের মতো কর্মকান্ড চলছে।
খেলাফত মজলিশের সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, প্রশাসন অপরাধের বিরুদ্ধে কোন রকম ভূমিকা নেয় না। বিচারহীনতার সংষ্কৃতি চলমান রয়েছে। এসবের বিরুদ্ধে জুলাইয়ের হাতিয়ার আবারো হাতে তুলে নিতে হবে।
কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সিনি.সহ সভাপতি এম এ জামান বলেন, চাঁদা না দেওয়ায় এই হত্যা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে।তাই আমরা চাই এই জুলুম অত্যাচার থেকে মুক্তি।